রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

লালমনিরহাটে আমন ধান কাটা-মাড়াই শুরু

লালমনিরহাট সংবাদদাতা: অসময়ে বন্যা হলেও চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন কাটা-মাড়াই শুরু। জানা গেছে, লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আমন চাষাবাদ বেড়ে গেছে।

বীজ, সার ও কিটনাশক ওষুধের পর্যাপ্ত সর্বরাহসহ আবহাওয়া অনুকূলে থাকায় এবার এ জেলায় আমন আবাদে বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষি জহুরুল ইসলাম, মোজাম্মেল খান ও নুর আলম, কাসেম আলী ও ফয়েজ উদ্দিনসহ একাধিক কৃষক জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ওষুধসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আমন ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে।

এ বছর ধান ক্ষেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাট জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ